FAQs

বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ




১. রচনা প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করতে পারবেন?
উত্তরঃ এই প্রতিযোগিতায় ৫ম শ্রেণি থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত বাংলাদেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি ৪০ বছর বয়সী সকল বাংলাদেশিই অংশগ্রহন করতে পারবেন।

২. রচনা প্রতিযোগিতায় কি কি শিরোনামে রচনা লেখা যাবে? 
উত্তরঃ নিচের ৫টি শিরোনামের যেকোনো ১টি শিরোনামে রচনা লেখা যাবে। 
১। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদান
২। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু
৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধ - গণহত্যা ও ধর্ষণ
৪। বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ 
৫। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন

৩. একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ কয়টি রচনা জমা দিতে পারবেন?
উত্তরঃ কোন অংশগ্রহণকারী চাইলে সর্বনিম্ন ১টি এবং সর্বোচ্চ ৫টি রচনা জমা দিতে পারবেন।

৪. রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ কত টাকা পরিশোধ করতে হবে? 
উত্তরঃ ৩০৬/- টাকা bKash  এবং Rocket-এর Send Money অপশন ব্যবহার করে পরিশোধ করা যাবে। 

৫. একাধিক রচনা জমাদানের ক্ষেত্রে কি আলাদা আলাদা ভাবে একাধিকবার রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে?
উত্তরঃ না, একজন শিক্ষার্থীকে শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে ৩০৬/- টাকা। রেজিস্ট্রেশন ফি পরিশোধের পর, অংশগ্রহণকারীকে একটি Registration No. দেওয়া হবে। এই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে, উক্ত অংশগ্রহণকারী সর্বোচ্চ ৫টি রচনা জমা দিতে পারবেন।

৬. রচনা প্রতিযোগিতার পুরষ্কার সমূহ কীভাবে পাঠানো হবে?

উত্তরঃ বাংলাদেশ ডাকবিভাগ বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিজয়ীর ঠিকানায় পাঠানো হবে।

৭. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই কি সার্টিফিকেট পাবে?
উত্তরঃ হ্যাঁ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলেই সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট হবে e-Ceritificate. প্রতিযোগীর ইমেইল ঠিকানায় সার্টিফিকেট এর PDF কপি পাঠানো হবে ফলাফল ঘোষণার ৭ দিন পর। 

৮. বিজয়ীদের সার্টিফিকেট কি e-Certificate হবে?
উত্তরঃ  না, সেরা ৫০ জন বিজয়ী প্রতিযোগীদের প্রিন্টেড সার্টিফিকেট পাঠানো হবে। 

৯. রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের কি শুধুমাত্র Medal দেওয়া হবে?
উত্তরঃ না, বিজয়ী ৫০ জনকে ৫০টি Medal এবং প্রিন্ট করা, সার্টিফিকেট পাঠানো হবে। এছাড়াও বিজয়ীদের জন্য রয়েছে ৫০টি পুরষ্কার যা মূলত সবগুলোই Electronics সামগ্রী। ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন, এক্সটারনাল হার্ডডিস্ক, রাউটার, মডেম, পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ, ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস - পুরষ্কার হিসেবে প্রদান করা হবে।

১০. রচনা প্রতিযোগিতায় রচনা লেখার সময় কি প্রত্যেক অনুচ্ছেদের শিরোনাম অর্থাৎ ভূমিকা, ....., উপসংহার, ব্যবহার করা বাধ্যতামূলক?
উত্তরঃ না, বাধ্যতামূলক নয়। তবে, রচনার গৎবাঁধা ধরণ অনুসরণই শ্রেয়। 

১১. রচনা প্রতিযোগিতায় জমা দেওয়া রচনাসমূহের বাছাই প্রক্রিয়ায় কারা যুক্ত থাকবেন?
উত্তরঃ ১০ সদস্যের একটি রচনা বাছাই ও মূল্যায়ন কমিটি- সকল রচনা মূল্যায়ন করবেন। রচনার বিচারকগণ সকলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী। চূড়ান্ত পর্বের সেরা ৫০টি রচনা বাছাই এবং বিচার কাজ সম্পাদন করবেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ (Professors)। সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত কঠোরভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সাথে ৫টি পূর্ণধাপে সম্পাদিত হবে। 

১২. প্রাথমিক বাছাই পর্বে বাদ পড়া রচনাসমূহের প্রতিযোগীগণ কি সংশোধিত রচনা জমা দিতে পারবেন?
উত্তরঃ হ্যাঁ, প্রাথমিক বাছাই পর্বে বাদ পড়া রচনাসমূহের প্রতিযোগীগণ তাঁদের সংশোধিত রচনা জমা দিতে পারবেন, বাছাই পর্বের রিভিউ প্রাপ্তির, পরবর্তী ৭২ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে। 



[বিশেষ নির্দেশ আপনার কোন জিজ্ঞাসা থাকলে আয়োজক কমিটিকে জানাতে পারেন nationalessaycompetition2021@gmail.com ইমেইলে।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানুন, রচনা লিখুন, পুরষ্কার জিতুন।]


 

 

 
 
Today, there have been 65168 visitors (116139 hits) on this page!
This website was created for free with Webme. Would you also like to have your own website?
Sign up for free